চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. মুসলিম উদ্দিন (৪৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুসলিম উদ্দিন ভাঙ্গারি ব্যবসায়ী। তিনি মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ভাঙারি ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব ছিল মুসলিম উদ্দিনের। রোববার মিজান নামে এক যুবক একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। সেখানে প্রতিবাদ করতে যান মুসলিম। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, নিহত ব্যক্তির কোমরের উপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার ভাঙারির দোকান আছে শুনেছি। স্থানীয়ভাবে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা পারে।

তিনি বলেন, মরদেহ দাফন শেষে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়েরের জন্য আসবেন। আমরা এজাহার গ্রহণ করবো। কিন্তু আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এএজেড/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।