ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
রাজধানীর টঙ্গী রেলস্টেশনের উত্তরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) ছোটন শর্মা জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে টঙ্গী রেলস্টেশনের উত্তরে টঙ্গী বীরশ্রম সেকশন এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, লোকজনের মাধ্যমে জানতে পেরেছি ওই ব্যক্তি রেললাইনে বসে ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে বলেও জানান তিনি।
কাজী আল আমিন/এসআইটি/জেআইএম