রাজধানী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর বকশিবাজার মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইশতিয়াক হোসেন জানান, লোকজনের মাধ্যমে জানতে পেরেছি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/এসআইটি/জেআইএম