বৈরী আবহাওয়া
মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত
বৈরী আবহাওয়ার জন্য মহেশখালীতে অবস্থিত ভাসমান টার্মিনাল (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ) থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হয়েছে।
এ জন্য কেজিডিসিএল'র চট্রগ্রাম এলাকা, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা যাচ্ছে। তবে আজ সোমবার সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
- আরও পড়ুন>>>
- চার মাসে ২০ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার জন্য মহেশখালীর এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এমএএস/এসআইটি/জেআইএম