তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব শীষ হায়দার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য অতিরিক্ত সচিব শীষ হায়দার চৌধুরী।
সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে ওএসডি করা হয়েছে।
আরএমএম/ইএ/জেআইএম