বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার দুই নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪
ড. মুহাম্মদ ফাওজুল কবির খান/ছবি-সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুটি নির্দেশনা দিয়েছেন।

একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ এবং নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও হালনাগাদের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টার দপ্তর হতে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয় সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে হবে।

এছাড়া মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন সব সংস্থা/কোম্পানির নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন গ্রহণপূর্বক স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগে পাঠাতে হবে।

এ নির্দেশনাবলি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তর/সংস্থা/কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরএমএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।