কর্মক্ষেত্রে অসন্তোষে যেখানে অভিযোগ জানাবেন শ্রমিকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

শ্রম পরিস্থিতি উন্নয়ন এবং শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে ‘শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি’ গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

শ্রমিকরা যে কোনো অভিযোগ ‘কক্ষ নম্বর ১৮০১, (লিফটের ১৮), শ্রম ভবন, শ্রম অধিদপ্তর, ১৯৬, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা’- এ ঠিকানায় জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শ্রম পরিস্থিতি উন্নয়ন এবং শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে ‘শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি’ গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। যে কোনো অভিযোগ শ্রমিকরা জমা দিতে পারবেন এ ঠিকানায়- কক্ষ নম্বর ১৮০১, (লিফটের ১৮), শ্রম ভবন, শ্রম অধিদপ্তর, ১৯৬, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা।

এমএএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।