রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই যুবক হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই যুবক সর্বস্ব খুঁয়েছেন। ওই দুইজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পাকস্থলি ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।
তাদের নিয়ে আসা শিক্ষার্থীর মো. নাঈম জানান, আমরা ধোলাইপার দিয়ে যাওয়ার পথে দুজনকে রাস্তায় অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাদের দুজনকে সিএনজি করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগে পাকস্থলি ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় দুই যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। পরে তাদের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করছি। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/জিকেএস