দুই সাংবাদিকের ওপর হামলা

মামলার এক সপ্তাহ পার হলেও গ্রেফতার হয়নি কেউ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেটে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলার আটদিন পার হয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে খোঁজ নিয়ে দেখা যায়, এ ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। এমনকি আসামিরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বলেও জানিয়েছেন অনেকে।

এ ব্যাপারে শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, এরই মধ্যেই আদালত থেকে মামলার মূল তিন আসামি জামিন নিয়েছেন। বাকি যারা অজ্ঞাত আসামি আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি। এজন্য বাদীপক্ষের সঙ্গেও কথা বলেছি। যাতে তারা অজ্ঞাত আসামিদের চিনতে আমাদের সহযোগিতা করে। তাদের বলেছি যেন অজ্ঞাতদের কাউকে দেখলে আমাদের খবর দেওয়া হয়, তাহলে আমরা তাদের গ্রেফতার করবো।

গত ৪ সেপ্টেম্বর বঙ্গ ইসলামিয়া মার্কেটে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভুঁইয়া ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ সাব্বির। গুরুতর আহত হয়ে তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেন।

ওইদিনই আল সাদী ভুঁইয়া বাদী হয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপন, আবুল হোসেন টাবু ও মাসুদ ইউসুফের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনের শাহবাগ থানায় মামলা করেন।

এমএইচএ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।