আইএসপিএবির কমিটির পদত্যাগে আলটিমেটামের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪

ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের পদত্যাগ চেয়ে দেওয়া আলটিমেটামের প্রতিবাদে সমাবেশ করেছেন সংগঠনটির শতাধিক সদস্য।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে সংগঠনের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইএসপিএবির সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৩০০ জন হলেও মাত্র ২৫ জন সদস্য মিথ্যা অভিযোগ এনে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগে একটি চিঠি দিয়েছেন। এ সদস্যরা গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে আইএসপিএবির নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের অনেকের বিরুদ্ধে গত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত।

আলটিমেটাম দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বলা হয়, আইএসপিএবিতে বর্তমানে নির্বাচিত নির্বাহী কমিটি রয়েছে। হঠাৎ করে ২০-৩০ জন সদস্য নির্বাচিত কমিটির সব সদস্যকে পদত্যাগে চিঠি দিয়েছেন, যা মোটেও গ্রহণযোগ্য নয়। গত নির্বাচনের পর নির্বাচিত কমিটির বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করেননি। বর্তমানে শুধু সুবিধা নিতেই এ কাজ করছেন তারা। তাই সব সুযোগসন্ধানী সদস্যকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আইএসপিএবিকে। এছাড়া বর্তমান কমিটিতে যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদের অব্যাহতি দিয়ে পদ থেকে সরিয়ে দিয়ে প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।

jagonews24

আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, একজন সহ-সভাপতি এরই মধ্যে সরে গেছেন। তিনি একটি রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন। আরও যারা আছেন, তারাও পদত্যাগ করবেন বলে জেনেছি। সংগঠনে সংস্কার আনা হবে। ভবিষ্যতে গতিশীল সাংগঠনিক কার্যক্রম চালাতে সদস্যদের মতামত নিতে চাই।

গত ৮ সেপ্টেম্বর আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকের কাছে সাধারণ ইন্টারনেট ব্যবসায়ীদের পক্ষে ২৫ সদস্য সাতটি সুনির্দিষ্ট অভিযোগ এনে আইএসপিএবির বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের পদত্যাগ করার আলটিমেটাম দেন। মঙ্গলবার সংস্কারবাদী সদস্যদের আলটিমেটামের সময় শেষ হওয়ার পর আইএসপিএবির বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

এএএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।