ধর্ম উপদেষ্টা

দুর্গাপূজায় বরাদ্দ দ্বিগুণ, থাকবে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন/ফাইল ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপনে এ উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।’

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী মাদরাসায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা উপদেষ্টারা চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসিনি। রাষ্ট্র, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো সংস্কার করে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবো। এজন্য রাজনৈতিক দলসহ দেশের প্রতিটি মহলের সহযোগিতা দরকার।’

‘বিগত সরকারের সময় হেফাজত ইসলামের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা রুজু করা হয়েছে তাদের তালিকাসহ দায়িত্বশীলদের কাছে বিষয়টি জানালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা প্রত্যাহার করা হবে।’

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক আল্লামা মুফতি জসিম উদ্দিন, আল্লামা দিদার কাসেম, আল্লামা সোয়েব জমিরী, মুফতি কেফায়াতুল্লাহ, নাজিরহাট মাদরাসার মহাপরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী উপস্থিত ছিলেন।

এএজেড/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।