আইডিয়াল ও ঢাকা কলেজ সংঘর্ষে আহত ১৭ জন ঢামেকে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরী এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (২২), তৌহিদুর রহমান তানভীর(১৭), বাদল (১৭), সামির(১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ(১৯), শামীম (১৭), বখতিয়ার(১৮), মো. শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা(২৩), মো. ইয়াসিন (১৮), আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব(১৮), মুসা (২৫), আব্দুল্লাহ (১৯)।

আইডিয়াল ও ঢাকা কলেজ সংঘর্ষে আহত ১৭ জন ঢামেকে

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আজকে ঢাকা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বের হলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভিতরে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে করে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয় ,পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

অপরদিকে,আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসে ভাঙচুর করে ও আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।’

আইডিয়াল ও ঢাকা কলেজ সংঘর্ষে আহত ১৭ জন ঢামেকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছে। চিকিৎসকরা জানিয়েছে ইট পাটকেল ও কিল ঘুষের আঘাতে আহত হয়েছেন তারা।

কাজী আল আমিন/ এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।