পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪

পোশাক শিল্পে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানির অভিযোগে ইসতিয়াক আহম্মেদ হৃদয় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ বলছে, গ্রেফতার হৃদয় ছাত্রলীগ নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

ইনামুল হক সাগর বলেন, ‘পোশাক শিল্পে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এআইজি ইনামুল হক সাগর আরও বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়।

গ্রেফতার ইশতিয়াক বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। তাকে সোমবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।