যুবলীগ নেতার পলায়ন, ওসিসহ চার পুলিশ প্রত্যাহার
চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন সাইফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা। এ ঘটনায় ওই থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।
তিনি জানান, যুবলীগ নেতা সাইফুলের বিরুদ্ধে গরু চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজি, অত্যাচার, নিপীড়নসহ নানা অভিযোগে তাকে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। যুবলীগ নেতা সাইফুল লোহাগাড়ার কলাউজান বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে।
- আরও পড়ুন>
- ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি
স্থানীয়দের অভিযোগ, পুলিশের সহযোগিতায় ওই যুবলীগ নেতা পালিয়েছেন।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।
এএজেড/এসআইটি/এএসএম