যুবলীগ নেতার পলায়ন, ওসিসহ চার পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলামকে প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন সাইফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা। এ ঘটনায় ওই থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

তিনি জানান, যুবলীগ নেতা সাইফুলের বিরুদ্ধে গরু চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজি, অত্যাচার, নিপীড়নসহ নানা অভিযোগে তাকে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। যুবলীগ নেতা সাইফুল লোহাগাড়ার কলাউজান বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের সহযোগিতায় ওই যুবলীগ নেতা পালিয়েছেন।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।

এএজেড/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।