চট্টগ্রামে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:২১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) সিএমপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এসব রিকশা সড়কে দেখলেই জব্দ করা হবে।

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ।

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সুযোগে নগরীর প্রতিটি প্রধান সড়কে চলাচল করতে দেখা যায় অটোরিকশা। দ্রুতগতি, অদক্ষ ও শিশু চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় এই রিকশাগুলো।

এএজেড/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।