পল্লবীতে ২৬ লাখ টাকার মাছ উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

টঙ্গি থেকে ছিনতাই হওয়া প্রায় ২৬ লাখ টাকার মাছ পল্লবীর ১১ নং বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় মাছগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, নাছির নামে যাত্রাবাড়ি এলাকার এক মাছ ব্যবসায়ী ভারত থেকে  মাছগুলো আমদানি করেছিলেন। সন্ধ্যায় তিনি মাছ নিয়ে টঙ্গি এলাকায় পৌঁছালে ট্রাকসহ সেগুলো ছিনতাই হয়।

পল্লবী থানার পরিদর্শক শ্রী বিপ্লব কিশোর শীল জাগোনিউজকে জানান, নাছির সোমবার সকালে এলসির মাধ্যমে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছগুলো আমদানীর করে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু টঙ্গি এলাকায় এসে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তিনি এ ব্যাপারে টঙ্গি থানায় একটি অভিযোগ দায়ের করলে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

পরে পল্লবী থানা এলাকার ১১ নং বাজারের একটি আড়তের সামনে থেকে মাছগুলো উদ্ধার করা হয়। তবে আড়তের মালিক আনোয়ার হোসেন পলাতক থাকায় তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।