গণভবনে তিন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান গণভবন পরিদর্শন করেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গণভবনে যান তারা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে পরিদর্শন করলেন তারা।

এর আগে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

যুব ও ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া ফেসবুক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে একটি ছবি শেয়ার করেন।

jagonews

সেখানে তিনি লেখেন, ‘গণভবনের দেয়াল...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন।’

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।