বিএমডব্লিউ রেখে রংচটা গাড়িতে ইসি ছাড়লেন হাবিবুল আউয়াল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪
এই গাড়িতে চড়ে ইসি ছাড়েন হাবিবুল আউয়াল

বিলাসবহুল সরকারি বিএমডব্লিউ ছেড়ে বন্ধুর রংচটা একটি সাদা গাড়িতে শেষবারের মতো নির্বাচন কমিশন ভবন ছেড়েছেন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঢাকা মেট্রো-গ ২৫-৩২৮৫ নম্বর গাড়িতে চড়ে চুপিসারে ইসি ভবন ছাড়েন তিনি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেয় আউয়াল কমিশন। পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বিজ্ঞাপন

পদত্যাগের পর তিনি নিরাপত্তা সুবিধা নিলেও সরকারি গাড়ি সুবিধা নেননি। সাদা রঙের এটি টয়োটা গাড়িতে ইসি ছাড়েন সদ্য বিদায়ী সিইসি।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিইসি সরকারি গাড়ি ছাড়লেও অন্যান্য কমিশনাররা সরকারি গাড়ি ব্যবহার করেই ইসি ভবন ত্যাগ করেন। এসময় বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

এমওএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।