প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল

আরও ২ কোটি টাকার অনুদানের চেক নিলেন দুর্যোগ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৪

দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে আরও এক কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৭৭৩ টাকার অনুদানের চেক নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

প্রধান উপদেষ্টার পক্ষে বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে চেক গ্রহণ করেন উপদেষ্টা।

শেয়ার ট্টিপ লিমিটেড ১৫ লাখ টাকা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট এক কোটি টাকা, চট্টগ্রাম ফোরাম উত্তরা ৩ লাখ ৫০ হাজার টাকা, কিডস টিউটোরিয়াল ৬ লাখ ৪৫ হাজার টাকা, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ অ্যালামাইন অ্যাসোসিয়েশন এক লাখ টাকা, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ২৫ লাখ টাকা, নওয়াপাড়া গ্ৰুপ ২০ লাখ টাকা, এডিসন ইন্ডাস্ট্রির লিমিটেড ৫ লাখ টাকা, ইন্টারকন্টিনেন্টাল কনসালটেন্সি অ্যান্ড টেকনোক্রেট প্রাইভেট লিমিটেড ২ লাখ ৩২ হাজার ১৯৪ টাকা, বারাকা পাওয়া লিমিটেড ২ লাখ ৮ হাজার ২৩৭ টাকা, ফ্রেম অ্যাপারলেস ১০ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২ লাখ ৪৩ হাজার ২০৭ টাকা, কর্ণফুলী পাওয়ার লিমিটেড ১ লাখ ৪৬ হাজার ১৮৫ টাকা, বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এক লাখ ৩৯ হাজার ৯৫০ টাকা, পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড ৩ লাখ ৩০ হাজার টাকা, এসএসসি-১৯৯১ ফাউন্ডেশন ৫০ হাজার টাকা, মো. নাহিদ আলম ১০ হাজার টাকা। মোট এক কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৭৭৩ টাকা।

উপদেষ্টা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।