স্বরাষ্ট্র উপদেষ্টা

এমন কিছু নেই যে একদিনে পুলিশের ভাবমূর্তি উন্নত করে ফেলবো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৪

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমার কাছে এ রকম কোনো কিছু নেই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো।

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশের ইমেজ ধীরে ধীরে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নেই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা ধীরে ধীরে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো একদিনে এটা পারবো না। সময় দিতে হবে। ধীরে ধীরে আমি ব্যবস্থা নিচ্ছি।

আরএমএম/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।