চট্টগ্রামের রাস্তায় কোটি টাকার ল্যান্ড রোভার ফেলে গেলেন কে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

চারদিন ধরে চট্টগ্রাম নগরের ওয়াসার মোড় এলাকায় পড়ে আছে একটি ল্যান্ড রোভার গাড়ি। কোটি টাকা দামের গাড়িটি কে বা কারা এখানে ফেলে গেছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে একই স্থানে গাড়িটি পড়ে থাকতে দেখে খুলশী থানাকে জানান স্থানীয় ব্যবসায়ীরা। পরবর্তীতে গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, চারদিন ধরে গাড়িটি একই স্থানে পড়ে আছে। বিষয়টি দেখে সন্দেহ হয় ব্যবসায়ীদের। এরপর আমাদের জানালে তাৎক্ষণিক গাড়িটি থানায় নিয়ে আসি।

বিআরটিএ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ঘ ১১-২৮৮৩ নম্বরের গাড়িটি ঢাকার গুলশান-২ নম্বরের ও অ্যান্ড এম সলিউশন বাংলাদেশ লিমিটেডের (O&M Solutions Bangladesh Ltd) নামে ঢাকার উত্তরা বিআরটিএতে রেজিস্ট্রি করা।

এএজেড/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।