বিমানের পরিকল্পনা ও ট্রেনিংয়ের পরিচালক হলেন মমিনুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং) পদে দায়িত্ব পেলেন মোহাম্মদ মমিনুল ইসলাম।

রোববার (২ সেপ্টেম্বর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সই করা চিঠিতে এই পদে তাকে পদায়ন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সুদীর্ঘ ৩৮ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে মমিনুল ইসলামের। এই দায়িত্বের আগে মমিনুল বিমানের পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট), পরিচালক (গ্রাহক সেবা), পরিচালক (প্রশাসন) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিমানের এখন সবচেয়ে জ্যেষ্ঠ পরিচালক হিসেবে কর্মরত আছেন।

মমিনুল ইসলাম রংপুর ক্যাডেট কলেজ থেকে পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম লং কোর্সের একজন চৌকস ছাত্র ছিলেন।

এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।