অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
- আরও পড়ুন
হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা: অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক
চট্টগ্রামের ১২ থানার ওসি প্রত্যাহার
এসব কর্মকর্তাদের ডিএমপি, র্যাব, রেলওয়ে পুলিশ, এপিবিএন, এসবিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা
টিটি/কেএসআর