কাশিমপুর কারাগার থেকে পলাতক ফাঁসির আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৩ এর একটি দল সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডার। পরে র‌্যাবের গোয়েন্দা ইউনিট তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার অভিযান চালিয়ে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেফতার করা হয়।

তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গত ৬ আগস্ট সকাল ৮টার দিকে বন্দিরা কারাভ্যন্তরে হঠাৎ দাঙ্গা শুরু করে এবং প্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলে। তারা বিদ্যুতের খুঁটি উঠিয়ে মই বানিয়ে এবং প্রাচীরের ভাঙ্গা অংশ দিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা হামলা চালায়। এরপর ২০৯ বন্দি কারাগার থেকে পালিয়ে যায়।

টিটি/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।