বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও ৭ কোটি টাকা সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ৩০ আগস্ট ২০২৪
ফাইল ছবি

বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও ৭ কোটি টাকা নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

বিজ্ঞ‌প্তিতে জানানো হয়, পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজা‌রের বে‌শি মানুষ‌কে সহায়তা করতে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৭ কোটি) সহায়তা ঘোষণা করছে যুক্তরাজ্য। এই সহায়তা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে। যেগু‌লোর ম‌ধ্যে র‌য়ে‌ছে- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলে বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য সরকার। আমি আনন্দিত যে, যুক্তরাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আরও মানবিক সহায়তা প্রদান করছে।

ব্রিটিশ হাইক‌মিশনার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজা‌রের বে‌শি মানুষকে নতুন ক‌রে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড সহায়তা করবে যুক্তরাজ্য।

এর আগে, গত সোমবার ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার বন্যা কব‌লিত‌দের জন্য ৩৩ হাজার হাজার পাউন্ড বা ৫২ লাখ টাকা জরুরি অর্থ সহায়তা ঘোষণা করে যুক্তরাজ্য সরকার।

আইএইচআর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।