গুম বন্ধে জাতিসংঘের সনদে বাংলাদেশের স্বাক্ষর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৯ আগস্ট ২০২৪
গুম হওয়াদের ফিরে পেতে স্বজনদের আকুতি/ফাইল ছবি

জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় তারা এতে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ‘আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসপিয়ারেন্সে’ প্রবেশের সনদে স্বাক্ষর করেন। এসময় অন্যান্য উপদেষ্টা করতালি দিয়ে এটিকে স্বাগত জানান।

সনদে স্বাক্ষর করে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক উপলক্ষ।

বলপূর্বক গুমের শিকারদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই সনদ স্বাক্ষরিত হয়। শেখ হাসিনার ১৫ বছরের দীর্ঘ শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার এই সপ্তাহের শুরুতে একটি কমিশন গঠন করে।

এসইউজে/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।