ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে হাসনাত আব্দুল্লাহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৬ আগস্ট ২০২৪
হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ/ ছবি সংগৃহীত

আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আজ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমরা মূলত এখানে জনসমাগম নিয়ন্ত্রণ করতে পারছি না। ওনার আসলে বিশ্রাম দরকার। ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। এখানে জনসমাগম কমছে না, এজন্য তাকে আমরা সিএমএইচে পাঠিয়েছি।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর সচিবালয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হন।

আহতদের মধ্যে পাঁচজন আনসার সদস্য ও বাকিরা শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এমএইচএ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।