আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৭০

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৬ আগস্ট ২০২৪
আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজন আনসার সদস্য ও বাকিরা শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন, রিয়াজ (২৪), শফিকুল (২৫), উজ্জল (২৫), আব্দুল কাদের (২৪), তুহিন (২৪), অপু (২৩), রবি (২৩), তাসিন (২০), জাকির (২৪), সাদিক(২৪), মিজান (২০), রবিন (২০), বকুল (২৮), সফিক শাহরিয়ার (২৭), রাকিব (২৩), আব্দুল কাদের (২৪), আব্দুর রহমান (৩০), হাসনাত আব্দুল্লাহ (২৫), হিমু আহম্মেদ (২৪), তৌফিক শাহরিয়ার (২৭)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সচিবালয় এলাকা থেকে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে।

কাজী আল আমিন/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।