বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৬ আগস্ট ২০২৪

বন্যাদুর্গত এলাকা ফেনীর ছাগলনাইয়াতে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা শুরু করেছে।

জরুরি সেবা দিতে গর্ভবতী নারীসহ মুমূর্ষু রোগীদের হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি বাশারে আনা হচ্ছে এবং এরপর প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

রোববার (২৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রোববার থেকে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর ১২টি হেলিকপ্টার ও ৫টি পরিবহন সার্বক্ষণিক প্রস্তুত আছে। এছাড়াও এরইমধ্যে বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

টিটি/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।