আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০২৪

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) রাত ৯ টা ২০ মিনিটে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। 

আরও পড়ুন
অবরুদ্ধ সচিবালয় 
আনসারদের দাবি নিয়ে বৈঠকে উপদেষ্টারা 

এরপর পিছু হটেন শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীরা রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন। আনসার সদস্যরা আছেন জিরো পয়েন্ট এলাকায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এমএইচএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।