প্রধান উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা হত্যাকারী তাদের বিচার হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ ফাইল ছবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছেন তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রদান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছি। তাদের বিচারের আওতায় আনা হবে।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য একটাই বৈষম্যহীন বাংলাদেশ। এসময় রাষ্ট্র সংস্কারের কাজে আমাদের সফল হতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

ব্যাংকখাতের দীর্ঘমেয়াদি সংস্কারে ব্যাংক কমিশন গঠন করা হবে বলেও জানান ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে শেয়ারবাজার সংস্কারে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।