ত্রাণের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেবো: সমন্বয়ক হাসনাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৫ আগস্ট ২০২৪

বন্যাদুর্গত মানুষদের ত্রাণ সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ কার্যক্রম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমে ত্রাণের হিসাব চেয়ে কয়েকজন ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জবাবে ত্রাণের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৫ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসে এ কথা জানান হাসনাত।

ফেসবুক স্ট্যাটাসে হাসনাত লিখেন, ‘ফ্যাসিবাদ আমাদের বিভক্ত করেছিল, কিন্তু সংকট আমাদের একত্রিত করেছে। আপনারা যে ত্রাণ দিয়েছেন, তা আমাদের কাছে একটি আমানত। আমরা তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিচ্ছি ও দেবো।’

এনএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।