মেট্রোরেলে চড়ে অফিস করলেন অর্থ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২৫ আগস্ট ২০২৪

মেট্রোরেলে চড়ে অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রোববার (২৫ আগস্ট) সচিবালয় স্টেশন থেকে দুপুর ২টার দিকে তিনি মেট্রোরেল চড়ে আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন। এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধি ও রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত।

আন্দোলনের কারণে সচিবালয়ের সব গেট বন্ধ। এই কারণে তিনি মেট্রোরেল চড়ে অফিস করেন।

ঢাকায় আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আজ মেট্রোরেল চড়ে অফিস করেছি। যারা আন্দোলন করছে তাদের উপক্ষো করতে পারি না। বৈষম্য উপক্ষো করতে পারবো না, তাদের ইগনোর করতে পারি না।

যারা মাঠে আন্দোলন করছে তাদের বেদনা আছে। এতদিন কেউ বলতে পারেনি সাহস করে। আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।

এমওএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।