বিমানবাহিনীর সাহসী অভিযান

ফেনী থেকে আরও ৫ জনকে হেলিকপ্টারে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ এএম, ২৫ আগস্ট ২০২৪

বন্যাকবলিত ফেনীর পশুরামপুর মডেল স্কুলমাঠ থেকে বিমানবাহিনীর এমআই-১৭এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ছিলেন- তারিকুল ইসলাম, অজিত কর্মকার, অভিজিত কর্মকার, শারমিন ও সাইদুর রহমান।

শনিবার (২৪ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

jagonews24

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী আবারও প্রমাণ করেছে যে, জাতীয় সংকটে তারা সর্বদা মানুষের পাশে রয়েছে। উদ্ধার অভিযানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হয় এবং উদ্ধারকৃতদের ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। পরবর্তীসময়ে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

এ অভিযানটি শুধু বিমানবাহিনীর দক্ষতা এবং সাহসিকতার পরিচায়ক নয়, বরং এটি প্রমাণ করে যে তারা জাতীয় দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত এবং মানুষের জীবনের সুরক্ষায় নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে সক্ষম।

jagonews24

বাংলাদেশ বিমানবাহিনীর এই সাহসী ও মানবিক উদ্যোগ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে। দেশের প্রতিটি সংকটে তারা যেভাবে জনগণের পাশে দাঁড়ায়, তা সত্যিই উল্লেখযোগ্য বলেও জানায় আইএসপিআর।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।