বন্যার মধ্যেই চট্টগ্রামে ৫ জনের ‘অস্বাভাবিক মৃত্যু’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৪ আগস্ট ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ১০ উপজেলা। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই রেশ না কাটতেই শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন পানিতে ভেসে গিয়ে, দুইজন বিদ্যুৎস্পৃষ্টে, একজন বন্যার পানিতে আতঙ্কিত হয়ে এবং আরেকজনের মরদেহ ভেসে এসেছে নদীতে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফটিকছড়িতে ভয়াবহ বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মো. এমরান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মইজ্ঞে পুকুর নামক স্থানে তার মরদেহ পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার একই এলাকার সন্দ্বীপ নগর গ্রামের ইছহাক ডাক্তার বাড়ির পূর্ব পাশে নগর বাজার রোড থেকে নিখোঁজ হন ওই যুবক।

এদিকে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলী (২১) নামের আরও এক যুবক প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সুন্দরপুর ইউনিয়নের গলা সিকদার বাড়ির প্রয়াত আমির হামজার ছেলে।

জানা গেছে, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘরের পানির মোটর মেরামত করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ফটিকছড়িতে বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে হাটহাজারীতে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে রুবি আকতার (৪৭) নামের এক নারীর হৃদরোগে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. তারেক।

তিনি জানান, রুবি আকতার শুক্রবার সকালে বন্যা কবলিতদের দেখতে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের বংশাল এলাকার বাবার বাড়ি যান। পথে পানির তীব্রতা দেখে অসুস্থ হয়ে পড়েন তিনি। সড়ক পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মিরসরাইয়ে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হামিদা ইয়াসমিন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আলী বলেন, সকালে ঘরের পাশে পানিতে তারের স্পর্শ লাগে হামিদা ইয়াসমিনের। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এছাড়া শনিবার সকালে বোয়ালখালী উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধানি জমি থেকে এক ব্যক্তির (৪০) অজ্ঞাতব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বোয়ালখালী থানার উপপরিদর্শক ছোটন চন্দ্র বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের পরনে কালো গেঞ্জির ওপর একটি মেক্সি পরা অবস্থায় ছিল। গলায় মেক্সির উড়না পেঁচানো অবস্থায় ছিল। মুখ ভর্তি কালো দাড়ি রয়েছে। তবে মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এএজেড/এমআইএইচএস/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।