আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রামসহ ২ বিভাগে ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৪ আগস্ট ২০২৪
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আবারও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২৪ আগস্ট) আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
এর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি ও উজানের পানিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরএএস/এমএইচআর/জেআইএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।