ছেলেকে বাঁচিয়ে ভেসে যাওয়া বাবার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৪ আগস্ট ২০২৪
ফাইল ছবি

বন্যার পানি বাড়তে দেখে মাদরাসা পড়ুয়া ছেলেকে আনতে গিয়েছিলেন বাবা। ফেরার পথে বন্যার পানিতে স্রোতের তোরে ভেসে যাওয়া ছেলেকে বাঁচিয়ে ভেসে যান নিজেই। অবশেষে শুক্রবার স্থানীয়রা সেই বাবার লাশ উদ্ধার করেন।

নিহত রজি আহমেদ (৫৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কবিরা পাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে। ৪ ছেলে এবং ২ কন্যার জনক ছিলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভূজপুর ইউনিয়নের পূর্ব ভূজপুর গ্রামে ছেলেকে বাঁচাতে ভেসে যান রজি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মাদরাসা শিক্ষার্থী নাঈম একটি বৈদ্যুতিক পিলার ধরে বন্যার পানি থেকে ভেসে যাওয়া থেকে নিজেকে রক্ষা করছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় তাকে বলতে শোনা যায় বাবা ভেসে গেছেন।

স্থানীয় বাসিন্দা মাওলানা নেজাম উদ্দিন বলেন, ‌‘রজি আহমেদের বড় ছেলে নাঈম স্থানীয় একটা মাদরাসায় পড়াশোনা করতো। হালদার পানি গ্রামে প্রবেশ করায় মাদরাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হালদার শাখা খালের পানি পাড় হওয়ার সময় ভেসে যান বাবা-ছেলে। এসময় ছেলে একটি বৈদ্যুতিক পিলার আকড়ে ধরে টিকে থাকলেও ভেসে যান রজি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ তার মরদেহ মিলেছে।’

নিখোঁজ রজি আহমেদের ছেলে নাঈমের বরাত দিয়ে স্থানীয় কাজী আসহাব উদ্দিন বলেন, ‘রজি আহমেদ সন্তানকে নিয়ে একটি বৈদ্যুতিক পিলার আঁকড়ে ছিলেন। একপর্যায়ে পানির স্রোত রজিকে ভাসিয়ে নেয়। স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করলেও এর আগেই তার বাবা পানিতে তলিয়ে যান।’

এএজেড/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।