হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২২ আগস্ট ২০২৪

বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের লক্ষ্যে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ মিশন পরিচালনা করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হেলিকপ্টারে বন্যা কবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে বিমানবাহিনী

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে বৃহস্পতিবার (২২ আগস্ট) ত্রাণসামগ্রী বিতরণের লক্ষ্যে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ মিশন পরিচালনা করা হয়েছে।

এছাড়া যে কোনো সময় ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর বিমানগুলো প্রস্তুত রাখা হয়েছে।

টিটি/এমকেআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।