রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কা, নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২১ আগস্ট ২০২৪
ফাইল ছবি

ঢাকার দোহারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা আক্তার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে দোহারের ফুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসলিমা আক্তার দোহারের ডালারপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।

আরও পড়ুন

নিহতের আত্মীয় শামীমা আক্তার জানান, ছোট মেয়েকে নিয়ে দোহার ফুলতলা বাজার এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন তাসলিমা আক্তার। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।