দখলদার উচ্ছেদ করে পল্লবীর অগ্রদূত মাঠ উদ্ধারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৯ আগস্ট ২০২৪

অবৈধ দখলদারদের কাছ থেকে মিরপুর-১২ নম্বরের পল্লবীর ‘ডি’ ব্লকের অগ্রদূত খেলার মাঠ উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৯ আগস্ট) সকালে খেলার মাঠ সংলগ্ন সড়কে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে এ দাবি জানানো হয়।

দখলদার উচ্ছেদ করে পল্লবীর অগ্রদূত মাঠ উদ্ধারের দাবি

মানববন্ধনে বক্তব্য রাখেন ‘অগ্রদূত সমাজকল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন’ এর আহ্বায়ক মো. তৌহিদুর রহমান।

তিনি বলেন, ২০২২ সালের ৩০ মার্চ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভূমিদস্যূ আব্দুল মান্নান অস্ত্রধারী ও পুলিশের সহায়তায় দুটি বুলডোজার ও চারটি ডাম্পট্রাক নিয়ে এসে মাঠের দেওয়াল ও শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দেন। মাঠ দখলের পর সেখানে স্থাপনা নির্মাণ করা হয়। অথচ প্রায় অর্ধশতাব্দী ধরে এখানে শিশু-কিশোররা খেলাধুলা করে। ভূমি ম্যাপে স্থানটি মাঠ হিসেবে চিহ্নিত।

দখলদার উচ্ছেদ করে পল্লবীর অগ্রদূত মাঠ উদ্ধারের দাবি

এসময় তিনি আগামী সাতদিনের মধ্যে মাঠে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এসএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।