এক মাস পর চালু হলো বিআরটিএ’র ক্ষতিগ্রস্ত সার্ভার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৯ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার এক মাস পর সার্ভার চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (১৮ আগস্ট) থেকে এই সার্ভার সচল হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ জুলাই দুই দফায় রাজধানীর বনানীর বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সারাদেশে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর বিতরণ আবেদন বন্ধ রাখে বিআরটিএ।

বিআরটিএ জানায়, বিআরটিএ ভবনে সার্ভার ও আইএস সচল হয়েছে। বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা (রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ) কার্যক্রম চালু হয়েছে। সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে সেবা গ্রহণে অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এমএমএ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।