ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ল্যান্ড ক্রুজার রেখে গেলো কে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০২৪
সকাল থেকে পড়ে ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ল্যান্ড ক্রুজার-ছবি সংগৃহীত

রোববার সকালে রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনের রাস্তায় কে বা কারা একটি ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে রেখে যায়। মালিকবিহীন দুই কোটি টাকা মূল্যের এই বিলাসবহুল গাড়িটি পড়ে ছিল। দিনভর গাড়িটির মালিকের কোনো খোঁজ ছিল না। সকাল থেকে নির্দিষ্ট এক স্থানেই গাড়িটি পড়ে ছিল। পরে রাতে গাড়িটি র্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এর নম্বর- ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬। মালিকহীন গাড়িটি দীর্ঘসময় একই স্থানে থাকায় কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে।

শুরু থেকে গাড়িটি কার এবং কোথা থেকে এলো এ নিয়ে প্রশ্ন আসতে শুরু করে। মূলত গাড়িতে নিয়ে প্রশ্ন ওঠে একজন ফেসবুক ব্যবহারকারী এটি নিয়ে পোস্ট করলে।

ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ল্যান্ড ক্রুজার রেখে গেলো কারা?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জুনায়েদ কামাল নামের একজন এই গাড়িটি নিয়ে রাত ১টার দিকে একটি পোস্ট দিয়ে লেখেন, ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চিনেন?

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাড়িটি এখানেই পড়ে আছে। দীর্ঘক্ষণ দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে।

সারাদিন রাত মিলে গাড়িটির মালিকের সন্ধান না পেলেও কিছু তথ্য ও ছবিতে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।

ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ল্যান্ড ক্রুজার রেখে গেলো কারা?

জানা গেছে, গাড়িটি কেনা হয়েছিল ২০২২ সালের ৩১ জুলাই। কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের ২৮ জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয় ২০২২ সালের ৩ আগস্ট। যার মেয়াদ গত ৩০ জুলাই শেষ হয়েছে। ট্রাস্টি সার্টিফিকেট ২০২৩ সালের ৩ আগস্ট। সেটিরও মেয়াদ গত ৩ আগস্ট শেষ হয়েছে। গাড়িটি ম্যানুফেকচার করার সময় ২০২২। গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান কামাল এবং তার বাবা মৃত আশরাফ আলী খান দেওয়া হয়েছে। আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে।

এছাড়াও গাড়ি কেনার জন্য করের টিন নম্বরের জায়গায় (৫১১১১১২৫৫০৫৬) দেওয়া হয়েছে। মালিকের মোবাইল ফোন নম্বর হিসেবে দেওয়া হয়েছে -০১৭১১-৫৪১৫৬৯।

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী পালাতে শুরু করেন। গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। যদিও তার এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। রাজনৈতিক নেতা-কর্মীরা তাদের বাড়ি থেকে পালানোর কারণে লোকজন ক্ষুব্ধ হয়ে ভাঙচুর হামলা চালাচ্ছিল। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই গাড়িচালক গাড়িটি নিয়ে তার বাসার গ্যারেজে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি আতঙ্ক বেড়ে যাওয়ায় গাড়িটি ধানমন্ডির সেই রাস্তায় রেখে পালিয়ে যান চালক।

ধারণা করা হচ্ছে, বিক্ষুব্ধ জনতার হাত থেকে গাড়িটি রক্ষার উদ্দেশ্যেই এমন কৌশল বেছে নিয়েছেন গাড়িচালক। তবে সেই গাড়িটি পুলিশের কোন সদস্য চালাতেন তার নাম জানা যায়নি।

টিটি/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।