বসুন্ধরা সিটির সামনে দোকান মালিকদের অবরোধ
রাজধানীর পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। মার্কেটের ইনচার্জের পদত্যাগ ও দোকানের ভাড়া কমানোর দাবি জানান তারা।
সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বসুন্ধরা সিটির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
- আরও পড়ুন
এখন মূল চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
৪০ সরকারি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নিরুদ্দেশ: শিক্ষা উপদেষ্টা
আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: শারমীন মুরশিদ
বিক্ষোভকারীরা দাবি করেন, মার্কেটের ইনচার্জ স্বৈরাচারী আচরণ করে ব্যবসায়ীদের জিম্মি করে আসছিলেন। দোকানের অতিরিক্ত ভাড়া আদায় ও নামে-বেনামে বিভিন্ন চার্জের নাম করে মোটা অংকের টাকা আদায় করে আসছিলেন। এতে অনেকটা জিম্মি হয়েছিলেন ব্যবসায়ীরা।
এ সময় শপিংমলটির দোকান মালিক ও কর্মচারীরা মার্কেটের ইনচার্জের পদত্যাগ, দোকান ভাড়া কমানোসহ বেশ কিছু দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলমান।
টিটি/এমআরএম/জেআইএম