বসুন্ধরা সিটির সামনে দোকান মালিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৯ আগস্ট ২০২৪

রাজধানীর পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। মার্কেটের ইনচার্জের পদত্যাগ ও দোকানের ভাড়া কমানোর দাবি জানান তারা।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বসুন্ধরা সিটির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

বসুন্ধরা সিটির সামনে দোকান মালিকদের অবরোধ

বিক্ষোভকারীরা দাবি করেন, মার্কেটের ইনচার্জ স্বৈরাচারী আচরণ করে ব্যবসায়ীদের জিম্মি করে আসছিলেন। দোকানের অতিরিক্ত ভাড়া আদায় ও নামে-বেনামে বিভিন্ন চার্জের নাম করে মোটা অংকের টাকা আদায় করে আসছিলেন। এতে অনেকটা জিম্মি হয়েছিলেন ব্যবসায়ীরা।

এ সময় শপিংমলটির দোকান মালিক ও কর্মচারীরা মার্কেটের ইনচার্জের পদত্যাগ, দোকান ভাড়া কমানোসহ বেশ কিছু দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলমান।

টিটি/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।