ঢাকা কলেজে শিক্ষার্থীদের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৭ আগস্ট ২০২৪

রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থী ও কলেজ প্রশাসন। অভিযানে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে রামদা, হকিস্টিক, স্টাম্প, লাঠি, পাইপ, রড, হেলমেট ও মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কলেজের সাতটি হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান এখনো চলছে।

ঢাকা কলেজে শিক্ষার্থীদের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

সরেজমিনে দেখা যায়, কলেজের আবাসিক এলাকার উত্তর, আন্তর্জাতিক এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে অভিযান চলছে। এতে অংশ নিয়েছেন কলেজের শিক্ষক, ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং শিক্ষার্থীরা। উদ্ধার করা হয়েছে দুই শতাধিক রড, স্টিলের পাইপের লাঠি, ৪০টির অধিক রামদা, ছুরি, চাপাতি। রয়েছে একটি বড় হ্যামার এবং ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল।

ঢাকা কলেজে শিক্ষার্থীদের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মুঈনুল ইসলাম জানান, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রের সন্ধান পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন। সেজন্য আজ সাধারণ শিক্ষার্থী এবং মিডিয়ার উপস্থিতিতে অভিযান চালানো হচ্ছে।

জানা যায়, উদ্ধার হওয়া এসব অস্ত্র নিউমার্কেট থানায় জমা দেওয়া হবে।

এনএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।