রাশিয়ার রাষ্ট্রদূত
রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে
চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়।
রাশিয়ার পক্ষ থেকে গত ডিসেম্বর মাসে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্তের মতো’ পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন কি সেই বাংলা বসন্ত? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।
আলেক্সান্দার মান্তিতস্কি বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশে ২ দশমিক ২৭ মিলিয়ন গম রপ্তানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১ দশমিক ৯ মিলিয়ন গম রপ্তানি হয়েছে। এছাড়া সার রপ্তানিসহ কৃষিখাতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতাও অব্যাহত থাকবে।
আইএইচআর/বিএ/জেআইএম