অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত: প্রণয় ভার্মা
দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার
তিনি বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না। দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত।
- আরও পড়ুন
- এবার শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণ মামলার আবেদন
- ‘বাবা রেমিট্যান্স পাঠায়, দেশ তাকে দিয়েছে আমার ভাইয়ের লাশ’
- দোকান কর্মচারী হত্যা মামলার আসামি সালমান এফ রহমান-আনিসুল হক
প্রণয় ভার্মা বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি।
আইএইচআর/এমআরএম/এএসএম