ন্যাম ভবন থেকে সাবেক এমপিদের মালামাল নিতে দিলেন না শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৩ আগস্ট ২০২৪
ন্যাম ভবন থেকে মালামাল নেওয়ার সময় কয়েকটি ট্রাক আটকে দেন শিক্ষার্থীরা/ ছবি- জাগো নিউজ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের বাসা থেকে সাবেক সংসদ সদস্যরা ট্রাকে করে তাদের মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় মালামালসহ কয়েকটি ট্রাক আটকে দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বলেন, এই মুহূর্তে কোনো মালামাল নিয়ে যাওয়ার কথা নয়। তবুও কয়েকজন সাবেক সংসদ সদস্য ট্রাক নিয়ে এসে তাদের মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থী মাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘কুষ্টিয়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবদুর রউফ তিন থেকে চারটি ট্রাক এনে ন্যাম ভবনের বাসা থেকে মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমরা দেখতে পেয়ে ট্রাকগুলো আটকে দেই। এছাড়া ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়েও ন্যাম ভবনের বাসা থেকে তাদের মালামাল নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি পালিয়ে গেছেন।’

তিনি বলেন, সেনাবাহিনী ও শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে এসব মালামালের বিষয়ে ব্যবস্থা নেবেন।’

টিটি/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।