পূর্বাঞ্চলে আজ থেকে মেইল-কমিউটার ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৮ এএম, ১৩ আগস্ট ২০২৪
ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আজ মঙ্গলবার থেকে রেলওয়ের পূর্বাঞ্চলে সব মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হচ্ছে। এছাড়া ১৫ আগস্ট থেকে শুরু হবে আন্তঃনগর ট্রেন চলাচল।

পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১২ আগস্ট) কনটেইনারবাহী ও তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমদিনেই চট্টগ্রাম থেকে ৩টি কনটেইনারবাহী এবং ৫টি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দায়িত্বরত রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক সিকদার জানান, গতকাল সারাদিনে সিজিপিওয়াই থেকে ৩টি কনটেইনারবাহী ট্রেন কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এসব ট্রেনে ৯১ টিইউএস কনটেইনার পরিবহন করা হয়েছে।

এছাড়াও ঢাকা ক্যান্টমেন্ট, রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দোহাজারী ও হাটহাজারীতে ৫টি তেলবাহী ওয়াগন (তেলের গাড়ি) ছেড়ে গেছে।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে দোহাজারী ও হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে দুটি তেলের ওয়াগন ছেড়ে গেছে। সিজিপিওয়াই থেকে ৩টি তেলের ওয়াগন এবং ৩টি কনটেইনারবাহী ট্রেন ছেড়ে গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সব মেইল, লোকাল, ও কমিউটার ট্রেন চলবে। সোমবার বিকেল ৫টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৫ আগস্ট থেকে সব আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরদিন ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৯ জুলাই কারফিউ জারির পর থেকে সারাদেশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

এরপর পূর্বাঞ্চলে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। সেই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল।

এএজেড/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।