পুলিশ বলেছে, এই ইউনিফর্ম কলঙ্কিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১২ আগস্ট ২০২৪
ফাইল ছবি

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের যে বর্তমান ইউনিফর্ম রয়েছে সেটি পরে তারা বের হতে চান না। তারা বলেছেন, এই ইউনিফর্ম কলঙ্কিত।

সোমবার (১২ আগস্ট) সকালে সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, শতভাগ পুলিশ খারাপ তা বলতে পারবো না। পুলিশ নিজেরাই বলেছে এই ইউনিফর্ম তাদের কলঙ্কিত। শতভাগ পুলিশ খারাপ তা নয়। তারা বলেছে, এই ইউনিফর্ম পরে একদিনও বের হতে চান না। তারা কি করেছিল এখন তাদের রিয়েলাইজশন হচ্ছে।

পুলিশের দাবি ছিল তাদের সিনিয়রদের বিচার করা। এমন প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, একজন বললো আপনি দোষী। তাহলে ঝাঁপিয়ে আপনার গলা ধরতে পারবো! তদন্ত লাগবে।

পুলিশের সিনিয়র কর্মকর্তাদের অবস্থান কোথায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বের হবে।

তিনি আরও বলেন, দয়া করে দেশটাকে নষ্ট করিয়েন না। অনেক কষ্টে স্বাধীন হয়েছে, স্বাধীনতা ধরে রাখা অনেক কষ্টকর। আমি নাম বলতে চাই না আশেপাশে দেখেন কি অবস্থা।

টিটি/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।