৬ দফা দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ এএম, ১২ আগস্ট ২০২৪

৬ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন বঞ্চিত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। বাংলাদেশ সচিবালয় বৈষম্যবিরোধী কর্মচারী সংগঠনের ব্যানারে রোববার (১১ আগস্ট) বিকেলে তারা বিক্ষোভ মিছিল করেন।

মিছিল নিয়ে তারা সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ)’ কার্যালয়েও আসেন।

এ সময় মন্ত্রিপরিষদ বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত মো. মনির হোসেন তাদের ৬ দফা দাবির কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, আমি ২১ বছরে মাত্র একবার পদোন্নতি পেয়েছি। আওয়ামী লীগ সরকার আসার পরে আমাদের এত বঞ্চিত করেছে, যেটা ভাষায় কল্পনা করা যায় না।

মনির হোসেন আরও বলেন, ২০তম গ্রেডের একজন কর্মচারী ৮ হাজার ২৫০ টাকা বেতনের চাকরি করেন। তিনি সর্বসাকুল্যে ১৫ হাজার ৮৫০ টাকা বেতন পান। এই টাকা দিয়ে কি ঢাকা শহরে তার সংসার চলে? আমরা বৈষম্যের শিকার।

বিভিন্ন সময়ে দাবি পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হলেও তারা এতে কর্ণপাত করেনি বলে দাবি করেন কর্মচারীরা।

৬ দফা দাবি:

১. বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করে ‘উপ-সহকারী সচিব’ পদনাম দিতে হবে।

২. বিদ্যমান আইনানুযায়ী ৭ বছরে ফিডার হওয়ার সাথে সাথে পদোন্নতি দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। যা বিভিন্ন ক্যাডারে ইতোপূর্বে করা হয়েছে।

৩. ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘অতিরিক্ত উপ-সহকারী সচিব’ করতে হবে।

৪. ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘সাচিবিক সহায়ক’ করতে হবে।

৫. সচিবালয় ভাতা চালু করতে হবে (যা বিভিন্ন দপ্তরে/বিভাগে বিদ্যমান আছে)।

৬. কর্মচারীদের স্বাধীন মতামত প্রকাশ করার জন্য সচিবালয় জারি করা ১৪৪ ধারা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করার স্বাধীনতাকে বাকরুদ্ধ করার জন্য আইসিটি আইন, সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করতে হবে।

আরএমএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।